বিপিএলের স্থগিত হওয়া ম‌্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে

আপডেট: December 30, 2025 |
boishakhinews 34
print news

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামীকাল ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। নিশ্চিত করেছে বিসিবি। এছাড়া জানাজার জন‌্য খেলা শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে মিটিংয়ে বিসিবি সিদ্ধান্ত নেয় আজকের (মঙ্গলবার) স্থগিত হওয়া দুই ম্যাচ আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকাল ৩টায় ও পরের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮টায়।

দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং রাতে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচে দর্শকদের নতুন করে টিকিট কাটতে হবে না। আজকের টিকিটেই আগামীকাল খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

গভীর শোক প্রকাশ করে বিসিবি জানায়, এই দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার নিরন্তর আশীর্বাদ এবং শুভাকাঙ্ক্ষা স্মরণ করছে বিসিবি। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহায়তা প্রদান করেছেন, ক্রিকেট অবকাঠামোর উন্নতি এবং দেশব্যাপী খেলাধুলার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার দূরদৃষ্টি এবং উৎসাহে ক্রিকেটের অগ্রগতি অর্জন করেছে এবং সামনে এগিয়ে যেতে প্রশস্ত পথ তৈরি করেছে।’

Share Now

এই বিভাগের আরও খবর