এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না

আপডেট: December 31, 2025 |
boishakhinews 36
print news

চট্টগ্রামের সমর্থকদের জন্য দুঃসংবাদ। এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (৩১ ডিসেম্বর) নতুন সূচি প্রকাশ করেছে। চট্টগ্রামের ম্যাচগুলো সিলেটেই অনুষ্ঠিত হবে।

আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটে ম্যাচ স্থগিত রাখায় এবং পরবর্তীতে ঠাসা সূচি থাকায় এবার চট্টগ্রাম পর্বের ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

সিলেটে নিজেদের তিন ম্যাচ খেলে চট্টগ্রাম চলে গিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। তাদেরকে আবার সিলেটে ফিরতে হচ্ছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে খেলা হওয়ার কথা ছিল এবং ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত মঙ্গলবার ম্যাচ স্থগিত হওয়ায় সূচি ওলটপালট হয়ে যায়। বুধবার সাধারণ ছুটি থাকায় মঙ্গলবারের ম্যাচগুলো ৪ জানুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে করে ৫ জানুয়ারি চট্টগ্রামে খেলা শুরু করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। মুঠোফোনে রাইজিংবিডিকে তিনি বলেছেন, ‘‘আমরা ২৩ জানুয়ারি বিপিএল ফাইনাল করতে চাই। সিলেটে যেদিন খেলা শেষ হচ্ছে এবং পরদিনই গিয়ে চট্টগ্রামে খেলা শুরু সম্ভব নয়। এটা মাথায় রাখতে হবে। এছাড়া ক্রিকেটারদের বিশ্রামের দিকটাও আমরা মাথায় রাখছি। সূচিতে এখন টানা খেলা আছে। এখন ভ্রমণের চিন্তা করা কঠিন। আমরা চট্টগ্রামের সমর্থকদের কাছে দুঃখিত। আমরা সব সময়ই চট্টগ্রামে যেকোনো খেলা দিতে প্রেফার করি। তাদের সমর্থকরা সব সময়ই ক্রিকেটের জন‌্য পাগল। কিন্তু এবার আমরা কোনোভাবেই নতুন সূচিতে খেলা দিতে পারছি না।’’

নতুন সূচি অনুযায়ী সিলেটে বিপিএল শেষ হবে ১২ জানুয়ারি। ঢাকায় বিপিএল শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। ফাইনালও হবে ২৩ জানুয়ারি। সিলেটে এখন পর্যন্ত ৬টি ম‌্যাচ হয়েছে। আরো ৯ দিনে ১৮টি ম‌্যাচ হবে। ঢাকায় ফিরে ৬ দিনে হবে ১০ ম‌্যাচ।

Share Now

এই বিভাগের আরও খবর