জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা

আপডেট: December 31, 2025 |
inbound7771518167885758723
print news

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় শোকের পরিবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থানে জানাজা আয়োজন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার কিছু পরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়িটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। এর পর মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য প্রস্তুত করা হয়।

দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক।

এর আগে সকাল ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন, যেখানে তারেক রহমান অবস্থান করেন, সেখান থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে।

তারও আগে সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ওই বাসায় পৌঁছায়। সেখানে পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় আসেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি—তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর