তুরস্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৩৮৯২
আপডেট: April 8, 2020
|
বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে ৮২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি। তবে সুস্থ হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।
এদিকে, তুরস্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৯২ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ফেহরেতিন কোকা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে ৭২৫ জনের।
অপরদিকে, ১ হাজার ৫৮২ জন করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে ১ হাজার ৪৭৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
বৈশাখী নিউজ/ বিসি