সাধারণ ছুটি বাড়তে পারে ৭ দিন

আপডেট: April 10, 2020 |
print news

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত ছুটি শেষ না হতেই এ ছুটি আরও কয়েকদিন বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া সরকারি অফিসপাড়ায় লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ঘোষণা আসতে পারে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে ‘সরকার ঘোষিত ছুটি ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সময়সীমা আরেও সাত দিন বাড়ছে’ জানিয়ে সংবাদ প্রকাশিত হলেও সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

সচিবালয়ের একাধিক সূত্র জানায়, ছুটি বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ছুটি বাড়ানোর সিদ্ধান্তের কথা এখনো তাদেরকে জানানো হয়নি।

এরআগে দুই দফা সাধারণ ছু্টি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে বাতিল হয়েছে পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। আর সামনের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই ছুটি আরও সাতদিন বাড়তে পারে। অর্থাৎ ২৬ মার্চ থেকে শুরু হওয়া ছুটি ২১ এপ্রিল পর্যন্ত হতে পারে।

করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে সাধারণ ছুটি তিন দফা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর