এম‌পি থেকে মন্ত্রী বনেছেন টিউলিপ

আপডেট: April 10, 2020 |

বঙ্গবন্ধুর নাত‌নি ও ব্রিটিশ এম‌পি টিউলিপ সি‌দ্দিক ব্রিটে‌নের ছায়া শিশু বিষয়ক মন্ত্রী প‌দে প‌দোন্ন‌তি পেয়েছেন। টিউলিপ এতোদিন শ্যাডো আর্লি ইয়ারস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময় শুক্রবার (১০ এপ্রিল) ভোর রাতে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পদোন্নতির এ তথ্য জানা গেছে।

এতে জানা যায়, ব্রিটেনের সর্বশেষ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন ৩৮ বছর বয়সি এই সংসদ সদস্য। ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ ২০১৫ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

লন্ডনে জন্ম নেয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর