যুক্তরাষ্ট্রে একদিনেই ২৪০৭ জনের মৃত্যু, আক্রান্ত ছয় লাখ ছাড়াল
আপডেট: April 15, 2020
|
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ছয় লাখ ১৩ হাজার আটশ ৮৬ জন। এরই মধ্যে প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে দুই হাজার চারশ সাতজন এবং নতুন আক্রান্তের সংখ্যা ২৬ হাজার নয়শ ৪৫ জন।
এর আগের দিন মঙ্গলবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ লাখ ৮৬ হাজার নয়শ ৪১ জন এবং মৃতের সংখ্যা ছিল ২৩ হাজার ছয়শ ৪০ জন।
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ লাখ ৪৯ হাজার ১৯ জন এবং তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১৩ হাজার চারশ ৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে ৩৮ হাজার আটশ ২০ জন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে মোট ৩০ লাখ ৬৫ হাজার ১৯ জনের।
বৈশাখী নিউজ/ ইডি