বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলেই পু‌লিশের সঙ্গে ডিউটি!

সময়: 7:13 pm - April 15, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

করোনা থেকে জনগণকে সুরক্ষায় বিভিন্ন ঘোষণা দিয়েছে সরকার। সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাড়ি থাকতে বলা হয়েছে। কিন্তু তারপরও কিছু মানুষ বিনা প্রয়োজনেই বাড়ি থেকে হোন। এদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এই অবিবেচক লোকদের ঠেকাতে এবার ব্যতিক্রম ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার ম‌হিবুল ইসলাম খান।

তিনি জানান, বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলেই তাদের পুলিশের সঙ্গে ডিউটি দিতে হবে।

গতকাল মঙ্গলবার ‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পে‌জে পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি লিখেন- আগামীকাল থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে।
ঠিক করে নিন? কি করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?

এদিকে, পোস্টের নিচে জেলা পু‌লি‌শের এমন উদ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন অনেকে। কেউ কেউ এর চে‌য়েও ক‌ঠোর পদ‌ক্ষে‌পের পরামর্শও দি‌য়ে‌ছেন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর