করোনায় স্পেনে নতুন করে ৫২৩ জনের মৃত্যু
আপডেট: April 15, 2020
|
স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২৩ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে কম। আগের দিন মারা গেছেন ৫৬৭ জন।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জনের মৃত্যুসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা মোট ১৮ হাজার ৫৭৯।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত রোগী ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন।
বৈশাখী নিউজ/ ইডি