করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

আপডেট: April 15, 2020 |

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২০ লাখ ১৭ হাজার ৮১০। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ৪১ জন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৫০ জন, মারা গেছে এক হাজার ৪৪১ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট ৬ লাখ ১৪ হাজার ২৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৬৪ জন।

আক্রান্তের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৫৮৯ জন।

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ইতালির নাম। সেখানে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৬৭ জন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর