বেলজিয়ামে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামেও লাফিয়ে লাফিলে বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩১৩ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ জনে।

শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে বেলজিয়ামের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশ বেলজিয়ামে করোনা আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩৬ হাজার ১০০ ছাড়িয়েছে। কোভিড-১৯ এ মৃত্যুহারে ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় বেলজিয়াম সামনের কাতারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটিতে করোনায় মৃতদের অর্ধেকই ওল্ড-এজ কেয়ার হোমসে ছিলেন। বাকিরা মারা যান হাসপাতালে।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬৮ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার।

বৈশাখী নিউজইডি