কেরানীগঞ্জে করোনায় একজনের মৃত্যু
করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার কেরানীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল হান্নান (৫৫) কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।
ওসি জানান, আব্দুল হান্নান কয়েকদিন ধরে জ্বর, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। শুক্রবার বিকালে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তার দেহে করোনার সংক্রমণ পায়।
পরে রাত ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করলে রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান, এ ঘটনার পর মৃত আবদুল হান্নানের পরিবারের ১১ সদস্যকে শনিবার সকাল থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কেরানীগঞ্জে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন।
বৈশাখী নিউজ/ এপি