করোনায় আক্রান্তদের ৮৭৭ জনই ঢাকার বাসিন্দা

আপডেট: April 19, 2020 |

বাংলাদেশে শনিবার পর্যন্ত ২১৪৪ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে তাদের মধ্যে ৮৭৭ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। এটি মোট আক্রান্তদের ৩২ শতাংশ।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) গতকাল ১৮ এপ্রিল পর্যন্ত তথ্য এ চিত্রই উঠে এসেছে।

রাজধানীর মধ্যে সবচেয়ে বিপজ্জনক মোহাম্মদপুর এলাকা। মোহাম্মদপুরে আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

এরপরেই বেশি আক্রান্ত হয়েছেন ওয়ারীর বাসিন্দারা, ২৮ জন। তারপরে রয়েছে মিটফোর্ডে- ২৬ জন, লালবাগে ২৩ জন আর যাত্রাবাড়ীতে ২৫ জন।

পুরনো ঢাকা এলাকায় সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। উত্তরায় আক্রান্ত হয়েছেন ২৩ জন, ধানমন্ডিতে ২১ জন।

একক মহল্লা হিসাবে হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মিরপুরের টোলারবাগে। সেখানে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১৯ জন। আরেকটি এলাকা শাঁখারিবাজারে আক্রান্ত ১০ জন। বাসাবোতে আক্রান্ত হয়েছেন ১৭ জন।

সূত্র : বিবিসি বাংলা।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর