`বিএনপিকে ত্রাণ বিতরণে কে বাধা দিচ্ছে প্রমাণ দিলে ব্যবস্থা নেব`

আপডেট: April 21, 2020 |

করোনা পরিস্থিতেতে ত্রাণ দিতে বিএনপিকে কে বাধা দিয়েছে তার তথ্য-প্রমাণ দিতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য-প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিণতি।

মঙ্গলবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছে। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে? কোথায় বাধা দিয়েছে? তথ্য-প্রমাণ দিন। এ অমানবিক কাজ যারা করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, আমি আবারও বলতে চাই, বিএনপিকে সরকারের নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। তাদের নেতিবাচক রাজনীতি তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর