একদিনে ভারতে করোনায় ৫০ জনের মৃত্যু

আপডেট: April 22, 2020 |

বিশ্বের অন্যান্য দেশের মতো এশিয়ার দেশ ভারতেও দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫০ জন মারা গেছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম ভারতে একদিনে এতোজনের মৃত্যু হল।

বুধবার (২২ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী এ তথ্য জানা যায়।

ভারতে বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৯ হাজার ৯৮৪ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে অর্ধশত মানুষের মৃত্যুর পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এখন ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৮৩ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

তবে ভারতে গত কিছুদিনে ভারতে করোনার সঙ্গে লড়াই করে অনেক মানুষ সুস্থ হয়ে উঠছেন। এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে।

সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯ দশমিক ৩৬ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। সংখ্য়ার হিসাবে গত একদিনে করোনার কবল থেকে রক্ষা পেয়েছেন ৬১৮ রোগী। মোট সুস্থ প্রায় ৪ হাজার জন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর