ভারতে একদিনে করোনায় রেকর্ড ৬৬৫৪ আক্রান্ত

আপডেট: May 23, 2020 |
print news

ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড! দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এছাড়াও দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৭ জন। শুক্রবার বৃদ্ধির সংখ্যাটা ছিল ৬ হাজার ৮৮।

করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৭২০ জন। আর সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭৮৪ জন।

গত চারদিনে দেশটিতে ২৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। লকডাউনের চতুর্থ পর্ব শুরু হওয়ার পর দেশটির বেশকিছু জায়গায় চলাচলে শিথিলতা আনায় করোনা আক্রান্ত বাড়ছে বলে শঙ্কা করা হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর