চট্টগ্রামে করোনায় শনাক্ত আরও ২০৬ জন

আপডেট: June 3, 2020 |

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৯৪ জনে।

চট্টগ্রামের ৪টি ল্যাবে ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাত ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে ৩৬ জন চট্টগ্রাম নগরে এবং ২৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে ৯ জন চট্টগ্রাম নগরে এবং ৫০ জন অন্যান্য উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে ৭৪ জন চট্টগ্রাম নগরে এবং ১৩ জন অন্যান্য উপজেলার।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের পজিটিভ শনাক্ত হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর