সিলেটের মেয়র আরিফের স্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট: June 3, 2020 |

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী। মঙ্গলবার (২ জুন) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শামা হক বর্তমানে বাসায় রয়েছেন। তিনি সুস্থ আছেন।

ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে আছেন মেয়র আরিফ। এবার তার স্ত্রীরও করোনা শনাক্ত হলো।

এর আগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়।

বৈশাখী নিউজজেপা

 

Share Now

এই বিভাগের আরও খবর