আরও ১১ জোড়া ট্রেন চালু হচ্ছে

আপডেট: June 3, 2020 |
print news

করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দফায় আজ থেকে আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন চালু হয়েছে। এ নিয়ে চলাচল শুরু করা ট্রেনের সংখ্যা দাঁড়াল মোট ১৯ জোড়া। এজন্য স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও।

আজ বুধবার দ্বিতীয় দফায় যুক্ত হওয়া ট্রেনগুলো হচ্ছে, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস, ঢাকা- চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-চাঁদপুর রুটের ব্রহ্মপুত্র এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটের রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট রুটের মধুমতি এক্সপ্রেস ও চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ দুই মাস ছয় দিন পর গত ৩১ মে থেকে প্রথম দফায় দেশে আট জোড়া ট্রেন চলাচল শুরু হয়। এবার আজ দ্বিতীয় দফায় ১১ জোড়া আন্তনগর ট্রেন চালু হলো।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর