সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন ২৫০৮ জন (তালিকা)
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২ হাজার ৫০৮ প্রভাষক পদোন্নতি পাচ্ছেন। প্রভাষক থেকে তারা সহকারী অধ্যাপক হবেন।
ইতোমধ্যে শিক্ষকদের বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
খসড়া তালিকায় দেখা গেছে, বিগত ৮-১০ বছর প্রভাষক পদে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হচ্ছে।
সারা দেশের ২ হাজার ৫০৮ শিক্ষক-কর্মকর্তা এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। খসড়া তালিকায় যাচাই-বাছাই শেষে আগামী এক মাসের মধ্যে পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে মাউশি থেকে জানা গেছে।
মাউশির উপপরিচালক (কলেজ-১) ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত খসড়া তালিকায় বলা হয়েছে, বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক খসড়া তালিকা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসিআর ও আবেদন নিজে অথবা বাহক মারফত হাতে হাতে প্রেরণ না করতে অনুরোধ করা হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা