আমেরিকান কোম্পানির মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীন

আপডেট: June 22, 2020 |

চীনের রাজধানী শহর বেইজিংয়ে কিছুদিন ধরেই নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করেছে বেইজিং কর্তৃপক্ষ।

জানা যায়, টাইসন ফুডস নামের একটি মার্কিন কোম্পানির হিমায়িত মুরগির মাংস চীন আমদানি করতো। কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের একটি উৎপাদন কারখানায় সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ দেখা দেবার পর আমদানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ কোম্পানির যেসব পণ্য চীনে ইতিমধ্যেই পৌঁছে গেছে, তা বাজেয়াপ্ত করা হবে বলেও চীনা কর্তৃপক্ষ জানিয়েছে। সেই সঙ্গে পেপসির একটি ফ্যাক্টরিও বন্ধ ঘোষণা করা হয়েছে বেইজিংয়ে।

এদিকে টানা প্রায় দুই মাস পর বেইজিংয়ে নতুন করে সংক্রমণের পর ২২০ জনেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে বেইজিং শহরের ২০ লাখ বাসিন্দাকে টেস্ট করিয়েছে কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, বেইজিংয়ের একটি পাইকারি বাজার থেকে নতুন করে এই সংক্রমণ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে বেইজিংয়ের অনেক এলাকায়।সূত্র : বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর