বুড়িগঙ্গায় এবার লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

আপডেট: July 5, 2020 |

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এবার লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজন যাত্রী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মিরাজ-৬ নামের একটি লঞ্চ যাত্রীবাহী একটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা ছয় যাত্রীর মধ্যে পাঁচজন সাঁতারে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। নিখোঁজ ওই যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে পাঠানো হয়েছে। তারা নিখোঁজ যাত্রীর সন্ধানে কাজ করছেন।

এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে যায়। সেই ঘটনায় ৩৬ জনের প্রাণহানি হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর