যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে করোনা সামাল দিয়েছে কানাডা: ট্রুডো

আপডেট: July 9, 2020 |
Boishakhinews 142
print news

যুক্তরাষ্ট্রের চেয়ে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) ভালোভাবে সামাল দিতে পেরেছে কানাডা। এমনটাই দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রেুডো। বুধবার (৮ জুলাই) তিনি এ দাবি করেন। খবর আল জাজিরার।

যদিও কানাডার জনসংখ্যা যুক্তরাষ্ট্রের দশ ভাগের এক ভাগ। তারপরও ১ লাখ ৬ হাজার ১৬৭ জন আক্রান্ত হয়েছে সেখানে। মারা গেছে ৮ হাজার ৭৩৭ জন। কানাডা ইতিমধ্যে করোনাভাইরাসকে নাগালের মধ্যে নিয়ে এসেছে। কেবল করোনামুক্ত ঘোষণা দেওয়া বাকি।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। মারা গেছে রেকর্ড ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জন। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও দ্রুত বাড়ছে।

বুধবার দুটি দেশের পার্থক্য উল্লেখ করে ট্রুডো বলেছেন, আমরা আমাদের মিত্রদের অনেকের চেয়ে ভালোভাবে করোনাভাইরাস সামাল দিতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রতিবেশীদের থেকে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর