মাস্ক না পরায় পিটিয়েছে যাত্রীরা, প্রাণ গেল বাস চালকের

আপডেট: July 11, 2020 |

ফ্রান্সের একজন বাস চালকের পরিবার জানিয়েছে, মাস্ক পরতে রাজি না হওয়ার জেরে যাত্রীরা গণপিটুনি দিয়েছিল চালককে। মারধরের পাঁচদিন পর ওই বাস চালকের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেয়নে শহরে ৫৯ বছর বয়সী বাস চালক ফিলিপ্পে মনগুইলট মাস্ক পরতে কোনোভাবেই রাজি হননি। সে কারণে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে তাকে বেধড়ক পেটায়।

নিহত চালকের মেয়ে মারি বলেন, আমার বাবার মস্তিষ্ক আর কাজ করছিল না। সে কারণে আমরা তার লাইফসাপোর্ট খুলে দিতে বলি। আর তাতে চিকিৎসকদেরও সমর্থন ছিল।

জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় ২০ বছর বয়সী দু’জন যাত্রীকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আরো তিনজন এ ঘটনায় অভিযুক্ত হিসেবে রয়েছে।

জানা গেছে, বাসে ওঠার পর থেকেই যাত্রীরা চালককে মাস্ক না পরার ব্যাপারে জানতে চান। কিন্তু শেষ পর্যন্ত চালক মাস্ক পরতে রাজি হননি।ওই শহরের মেয়র এ ঘটনার ব্যাপারে নিন্দা জানিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।সূত্র : বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর