পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে ভারতীয় সেনা নিহত

আপডেট: July 11, 2020 |
Boishakhinews 164
print news

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা কমলেও পাকিস্তানের সঙ্গে তা অব্যাহত রয়েছে। আবারও সীমান্তে পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে প্রাণ গেল এক ভারতীয় সেনা সদস্যের।

ভারতের প্রতিরক্ষা সূত্রের খবর, রাজৌরির নৌশেরা সেক্টরের LoC-তে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় পাকিস্তানি বাহিনীর মর্টার শেলে গুরুতর ঘায়েল হন ভারতীয় সেনার হাবিলদার এস গুরুং। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেনা মুখপাত্রের দাবি, রাতে বিনা প্ররোচনায় গুলি ছোড়ে পাকিস্তান। গোলাবর্ষণও করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ১০ জুলাই পাকিস্তান সেনাবাহিনী কোনওরকম উস্কানি ছাড়াই দ্বিপাক্ষিক সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুঁড়েছে। এতে হাবিলদার সম্বুর গুরুং নিহত হন। দেশবাসী তার কর্তব্যের প্রতি নিষ্ঠা ও দেশের জন্য চরম আত্মত্যাগ মনে রাখবে। সূত্র: এই সময়

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর