করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বাচ্চন
আপডেট: July 12, 2020
|
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৭ বছর বয়সী এই অভিনেতা টুইটারে জানান, তাঁর পরিবারের অন্যদেরও নমুনা দেওয়া হয়েছে। তাঁদের পরীক্ষার ফল এখনো জানা যায়নি।
এর আগে গত বছরের অক্টোবরেও ওই একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তাঁর শরীর ঠিক আছে।
গতকাল টুইটবার্তায় অমিতাভ বলেন, ‘আমার কভিড পজিটিভ শনাক্ত হয়েছে। হাসপাতালে আছি। হাসপাতাল থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১০ দিনে আমার খুব কাছাকাছি আসা লোকজনকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।’ সূত্র : এনডিটিভি।
বৈশাখী নিউজ/ জেপা