সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি, বাড়ছে দুর্ভোগ

আপডেট: July 14, 2020 |
Boishakhinews 207
print news

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে সিরাজগঞ্জে দ্বিতীয় দফা বন্যায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে প্লাবিত এলাকায় দুর্ভোগ বেড়েই চলেছে।

গত ২৪ ঘন্টায় ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্তত সপ্তাহ খানেক আরও বাড়বে বলে জানিয়েছে পাউবোর বন্যা পুর্বাভাস কেন্দ্র।

এদিকে, পানি বৃদ্ধির ফলে চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চলগুলোর নিচু এলাকার হাজারো ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। দ্বিতীয় দফায় সংকটে পড়েছে বানভাসিরা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর