করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৩
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ হাজার ৫৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২টি নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন।
এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৪০২টি। মোট শনাক্ত বেড়ে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ হাজার ৪৫৭ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।
বৈশাখী নিউজ/ জেপা