করোনা ভ্যাকসিন তৈরির গবেষণায় রুশ গোয়েন্দাদের হানা

আপডেট: July 17, 2020 |
Boishakhinews 240
print news

নভেল করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে গবেষণায় হানা দেয়ার চেষ্টা করছে রুশ গোয়েন্দারা, এমন সতর্কতা জারি করেছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা।

বিবিসি জানায়, ভ্যাকসিন নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার গবেষণার দিকে গভীর নজর রাখছে রাশিয়ার গোয়েন্দারা।

রাশিয়ার গোয়েন্দা সংস্থার হ্যাকাররা অনেকটা নিশ্চিতভাবে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সাইবার নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)।

যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ভ্যাকসিন গবেষণায় নিয়োজিত কোনো কোম্পানিকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে বা এখনো কোনো তথ্য চুরি হয়েছে কী না।

তবে হ্যাকাররা এখনো ভ্যাকসিন গবেষণা বাধাগ্রস্ত করেনি বলে এনসিএসসি জানায়।

ব্রিটিশ গোয়েন্দাদের এই অভিযোগ অস্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, যুক্তরাজ্যে কোনো ওষুধ কোম্পানি বা গবেষণা কেন্দ্রে কারা হ্যাক করতে পারে সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।

রুশ সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সিকে তিনি আরও বলেন, আমরা একটা কথাই বলব-এ ধরণের চেষ্টার সঙ্গে রাশিয়ার কোনো যোগসূত্র নেই।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর