ফরিদপুরে পদ্মার পানি বেড়েই চলেছে
প্রতিদিনই বেড়ে চলেছে ফরিদপুরের নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পদ্মার গোয়ালন্দ পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি আরও বেড়েছে।
বর্তমানে এই নদীতে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সড়টির কয়েক স্থান পানিতে নিমজ্জিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, দ্বিতীয় দফার এই বন্যার পানিতে জেলার ৩০টি ইউনিয়নে দেড় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম থেকে শহরে আসা সড়ক যোগাযোগ।
তিনি বলেন, দূগর্তদের মাঝে শুকনা খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতি নদীর আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।
চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, এ উপজেলার অধিকাংশ পানিতে নিমজ্জিত হয়েছে। ইতিমধ্যে ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সরকারিভাবে আমরা দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছি।
বৈশাখী নিউজ/ জেপা