কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট: July 20, 2020 |
Boishakhinews 275
print news

কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মিজান নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত মিজান একজন ইয়াবা কারবারী।

সোমবার (২০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও দাবি পুলিশের। নিহত মিজান কক্সবাজার পৌরসভার টেকপাড়ার বাসিন্দা গোলাম মওলার পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিল মিজান। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গত ১৭ জুলাই বেনাপোল ইমেগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিল মিজান। আটক মিজানকে কক্সবাজারে আনার পর মিজানের স্বীকারোক্তি মতে ২০ জুলাই সোমবার রাতে ইয়াবা উদ্ধারে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মিজানের সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে মিজান নিহত হয়। ময়না তদন্তের জন্য মিজানের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর