করোনায় দক্ষিণ আফ্রিকাতেই প্রায় পৌনে ৪ লাখ আক্রান্ত

আপডেট: July 21, 2020 |
Boishakhinews 293
print news

বিশ্বব্যাপী ভয়াবহ তাণ্ডব চালানো প্রাণঘাতি করোনা ভাইরাস এবার জেঁকে বসছে আফ্রিকার দেশগুলোতে। নানা সংকটের মুখে এ অঞ্চলের দেশগুলোতে করোনার এ ছোবল আরও নাজুক অবস্থায় ফেলেছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত এ অঞ্চলের ৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারের অধিক। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ১৫ হাজার ভুক্তভোগীর।

এর মধ্যে দক্ষিণ আফ্রিকাতেই প্রায় পৌনে ৪ লাখ আক্রান্ত। সর্বোচ্চ সংক্রমিতের দেশগুলোর মধ্যে পাঁচে এখন দেশটি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজারের বেশি মানুষের। এছাড়া, মিশরে ৮৮ হাজার, নাইজেরিয়ায় ৩৭ ও ঘানায় ২৮ হাজার মানুষের দেহে ভাইরাসটি চিহ্নিত হয়েছে।

প্রতিদিনই গড়ে আফ্রিকায় ১৫ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়ছেন। এমন অবস্থায় শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিউএইচও)। অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে জানিয়ে দ্রুত সেখানে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন চায় সংস্থাটি।

এ জন্য সেখানে জরুরি সাহায্য-সহযোগিতা দরকার বলেও মনে করে ডবিউএইচও।

এ ব্যাপারে সংস্থাটির জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেছেন, ‘আফ্রিকায় যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে আমি শঙ্কিত। বিষয়টি সবার গুরুত্ব দেয়া উচিত।’

এ অঞ্চলের যেসব দেশে করোনা ভয়াবহ রূপ নিয়েছে সেগুলোর অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। রয়েছে অন্তঃকোন্দল ও যুদ্ধ। ফলে, চলমান স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে এ সংকট কেটে ওঠা অনেকটা অসম্ভব। তাই, করোনার বিরুদ্ধে লড়তে অনেক দেশেরই জরুরি সাহায্য-সহযোগিতার প্রয়োজন বলেও জানান তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর