জাপানে করোনা সংক্রমণ ফের বাড়ছে

আপডেট: July 21, 2020 |

জাপানের করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (২১ জুলাই) দেশটির রাজধানী টোকিওতে নতুন শনাক্তের সংখ্যা ২৩০ জনের মতো রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সিটি গভর্নর।

গভর্নর ইউরিকা কইকে জানিয়েছেন, নগরে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সংক্রমণ রোধের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হচ্ছে।

টোকিওতে প্রতিদিনের হিসেবে দেখা যাচ্ছে, গত তিন দিনের মধ্যে প্রথম দুইশোর বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কয়টি দেশ সফল জাপান এর মধ্যে অন্যতম। মে মাসের শেষ দিকে সব ধরনের জরুরি বিধিনিষেধ তুলে নেয় দেশটি। তবে টোকিও অন্যান্য শহরাঞ্চলে করোনা সংক্রমণ এখনো থামেনি।

চলতি মাসেই টোকিওতে দৈনিক নতুন শনাক্তের সংখ্যা তিন সংখ্যার ঘরে পৌঁছায়। গত শুক্রবার ২৯৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়ার তথ্য জানায় মেট্রোপলিটন কর্তৃপক্ষ।

পূর্ব এশিয়ার দেশ জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের কিছু বেশি। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৮৫ জনের। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭০০। দেশটিতে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৪ হাজার ৩০০।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর