তুলে নেয়া হলো ওয়ারীর লকডাউন

আপডেট: July 25, 2020 |

শুক্রবার পর্যন্ত টানা ২১ দিন লকডাউনে ছিল রাজধানীর ওয়ারী এলাকা। লকডাউনের সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে কোনো নির্দেশনা না পাওয়ায় তা আর বাড়ানো হয়নি। শুক্রবারের মধ্যরাতেই প্রত্যাহার করা হয়েছে লকডাউন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা না পাওয়ায় রাত ১২টা থেকে লকডাউন প্রত্যাহার করেছে ডিএসসিসি।

ওই এলাকায় করোনা সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আগের মতো লাউডস্পিকারে জনসচেতনামূলক মাইকিং অব্যাহত থাকবে।

লকডাউন এলাকায় করোনা পরীক্ষার বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবাও অব্যাহত থাকবে ৩০ জুলাই পর্যন্ত।

কোভিড-১৯ সংক্রমণের হার বেশি হওয়ায় ওয়ারী অঞ্চলকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে গত ৪ জুলাই ২১ দিনের লকডাউন জারি করে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর