সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না: কাদের

আপডেট: July 27, 2020 |
print news

সড়ক-মহাসড়কের পাশে কোন অবস্থাতেই পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারি কোন যানবাহন চলাচল করা যাবে না। এ জন্য পরিবহন মালিকদের এগিয়ে আসতে হবে।

এ সময় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশি তৎপরতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।

গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ছাড়াও গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুর সিটি মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শামসুন্নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর