যুক্তরাষ্ট্রে সহস্রাধিক মৃত্যুর দিনে শনাক্ত ৫৪ হাজার

আপডেট: August 5, 2020 |
Boishakhinews 105
print news

করোনায় সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আরও প্রায় ১৪শ’ মানুষের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে সাড়ে ৫৪ হাজার মানুষের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ লাখ ১৮ হাজারে দাঁড়িয়েছে।

এর মধ্যে বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর। এমতাবস্থায় কার্যকরি ভ্যাকসিনের পথচেয়ে দিন গুনছে সর্বোচ্চ ক্ষমতার দেশটি।

তবে, ট্রাম্পের দেশে বেড়েছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। যার সংখ্যা ২৪ লাখ ৮১ হাজারের বেশি। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৫ লাখ ২৭ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭০৩ জনের।

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে চার লাখ ৯৭ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৭ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখ ৭২ হাজারে পৌঁছেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৬৬০ জনের।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ সাড়ে ৪৬ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে।

জর্জিজায় করোনার করোনা রোগীর সংখ্যা দুই লাখ হতে চলেছে। মৃত্যু হয়েছে সেখানে ৩ হাজার ৯২১ জন মানুষের।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯২৪ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া, ইলিনয়স, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর