হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে ২০টি গ্রাম প্লাবিত

আপডেট: August 22, 2020 |

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গত ৩ দিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে বসতবাড়ি, পুকুরের মাছ, নষ্ট হয়েছে পাকা আউস ধান।

গত বুধবার থেকে শুরু হওয়া ভারি বর্ষণ আর জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ, সোনাদিয়া, তমরদ্দি, সূখচর, চরঈশ্বর, নলচিরা,হরনী ও চানন্দী ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ সময় জোয়ারের স্রোতে প্রায় ১০ হাজার পরিবারের বসতঘর ভেসে যায়। অনেককে বাঁধের উপরে খোলা আকাশের নিচে বসবাস করতে দেখা গেছে। এসব এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

জানা যায়, এ বছর বেড়িবাঁধ মেরামত না করায় ঘূর্ণিঝড় আম্পানের পরবর্তী সময় এসব এলাকা জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়।

হাতিয়ার বিচ্ছিন্ন নিঝুম দ্বীপের বনের বিট কর্মকর্তা সাইফুর রহমান জানান, ‘পর্যটন এলাকা নিঝুমদ্বীপে জোয়ারের পানি উঠে ৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। বনের মধ্যে বসবাস করা হরিনের দল লোকালয়ে চলে এসেছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ‘দ্রুত বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে। জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর