ঘুর্ণিঝড় লরা’য় যুক্তরাষ্ট্রে ১৪ জনের মৃত্যু

আপডেট: August 29, 2020 |
print news

ঘূর্ণিঝড় ‘লরা’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দুই অঙ্গরাজ্যের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

ঘণ্টায় দেড়শ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে চার মাত্রার এ ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসে। দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে লরার তাণ্ডবে প্রায় ৯ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি শিল্প প্ল্যান্টের রাসায়নিকেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও লরার কারণে এখনও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে। ঝড়ে এখন পর্যন্ত যে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ১০ জনই লুইজিয়ানার। টেক্সাসে মৃত্যু হয়েছে ৪ জনের।

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ক্ষয়-ক্ষতি নিরুপনে সপ্তাহ শেষে টেক্সাস ও লুইজিয়ানার উপদ্রুত এলাকা সফর করবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর