কলম্বিয়ায় লকডাউন প্রত্যাহার

আপডেট: September 2, 2020 |

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে ল্যাটিন আমেরিকার অন্যতম দেশ কলম্বিয়া। মঙ্গলবার দেশটি দীর্ঘতম লকডাউন প্রত্যাহার করেছে।

এর মধ্যদিয়ে করোনাভাইরাসের কারণে আরোপিত পাঁচমাসের অধিক সময় ধরে চলা কোয়ারেন্টাইনের বিধিনিষেধ বাতিল করলো দেশটি। বিমানবন্দর চালু করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী বাস চলাচল, রেস্তোরা, ব্যামাগার ও হোটেলসমূহ খুলতে শুরু করেছে সেখানে।

দেশটির প্রেসিডেন্ট ইভান ডুকিউ’র সরকার ক্রমান্বয়ে অর্থনীতি পুনরায় চালু করতে শুরু করেছে। কলম্বিয়ায় ৬ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল যা ল্যাটির আমেরিকার দেশগুলোর মধ্যে ৩য় সর্বোচ্চ। সূত্র: আলজাজিরা

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর