ভারতের ২৫ সংসদ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট: September 14, 2020 |
পার্লামেন্ট ভবন
print news

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে আজ সোমবার। তার আগে সাংসদদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করতে হয়েছে। সেখানেই ২৫ জন সাংসদের করোনা পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৮ জন সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ক্ষমতাসীন বিজেপির ১৪ জন সাংসদ রয়েছেন।সূত্র : ডয়েচে ভেলে।

এক সঙ্গে এতজন সাংসদের করোনা হওয়াটা নিঃসন্দেহে বড় ঘটনা। এর আগে সাংসদ ও বিধায়করাও করোনায় আক্রান্ত হয়েছেন, কয়েকজন রাজনীতিক মারাও গেছেন। তবে সেই সংখ্যাটা কখনই এই এতো বেশি ছিল না।

অন্যদিকে গত ৬৮ বছরে যা দেখা যায়নি ভারতীয় সংসদে এবার করোনাকালে সেটাই দেখা গেল। পাশাপাশি বসা দুই সাংসদের মাঝে লাগানো হয়েছে পলিকার্বন শিট। প্রত্যেক সাংসদের দুই পাশের আসন খালি। এভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে সংসদ অধিবেশনে। সকলের করোনা পরীক্ষা হয়েছে। ঢোকার মুখে হাত স্যানিটাইজার দিয়ে জীবাণুমক্ত করতে হয়েছে।

এই সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে লোকসভায় অর্ধেক সদস্যই কেবল বসতে পারছেন। কিছু সাংসদ বসছেন দর্শক গ্যালারিতে। কিছু সাংসদ রাজ্যসভায় এবং রাজ্যসভার দর্শক গ্যালারিতেও বসেছেন।

রাজ্যসভার ক্ষেত্রেও একইরকমভাবে রাজ্যসভা, দর্শক গ্যালারি ও লোকসভায় সাংসদরা বসছেন। এ জন্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এবার একসঙ্গে বসছে না। আলাদা সময়ে বসছে। সোমবার প্রথমে লোকসভা বসেছে। পরে রাজ্যসভা।

তবে প্রথমদিন লোকসভার অধিবেশনে অনেক সাংসদই অনুপস্থিত ছিলেন। সোনিয়া গান্ধী চেক আপ করাতে বিদেশে গেছেন। মায়ের সঙ্গে গেছেন রাহুলও। ফলে তাঁরা কেউই ছিলেন না। রাহুল দিন কয়েকের মধ্যে ফিরবেন বলে কংগ্রেস সূত্রের খবর। তাছাড়া বয়স্ক বেশ কিছু সাংসদও অনুপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর