মহারাষ্ট্রে বহুতল ভবন ভেঙে ১০ জনের মৃত্যু

আপডেট: September 21, 2020 |
Boishakhinews 188
print news

ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্দিতে বহুতল ভবন ভেঙে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আটকে আছেন বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। খবর হিন্দুস্তান টাইমস

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ভোর ৪টার দিকে ভিওয়ান্দির প্যাটেল কম্পাউন্ড এলাকার একটি তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ডিজি সত্য নারায়ণ প্রধান জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তারা। প্রাথমিকভাবে স্থানীয়রা ২০ থেকে ২৫ জনকে উদ্ধারও করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। এনডিআরএফের আরও দল ঘটনাস্থলে যাচ্ছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে উদ্ধার করেছে এনডিআরএফের উদ্ধারকারীরা।

থানে পুরনিগমের জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, ‘ভিওয়ান্দিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর