স্বাস্থ্যবিধি না মানায় ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টকে জরিমানা

সময়: 10:55 pm - September 23, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএসসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন আদালত ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্ট পরিদর্শন করে রান্নাঘর অপরিচ্ছন্ন পান।

তাছাড়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস না পরেই স্টাফরা কাজ করছিলেন। এ অপরাধে রেস্টুরেন্টটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ট্রেড লাইসেন্স না থাকায় এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় আরও আটটি দোকানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় ধানমন্ডি ২ ও ৩ নম্বর রোড এবং মৎস্য ভবন থেকে শুরু করে সেগুনবাগিচার ১০ নম্বর কর অফিস পর্যন্ত অবৈধ ক্যাবল সংযোগ অপসারণ করা হয়।

এছাড়াও সেগুনবাগিচা ও ধোলাইখাল এলাকায় মশার প্রজননস্থল শনাক্তকরণে আলাদা দু’টি অভিযানে দু’টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দু’টি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দিনব্যাপী দক্ষিণ সিটি করপোরেশনের চারটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা ও ১৩টি মামলা দায়ের করেন।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর