সুপ্রিম কোর্টে অ্যামি কোনি ব্যারেটকে ট্রাম্পের আনুষ্ঠানিক মনোনয়ন

আপডেট: September 27, 2020 |

মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে পাশে নিয়ে হোয়াইট হাউজের রোজ গার্ডেনে শনিবার ট্রাম্প বক্তৃতা দেন। এসময় তিনি অ্যামির অকুণ্ঠ প্রশংসা করেন।

সিনেটররা নিশ্চিত করলে অ্যামি সদ্য প্রয়াত বিচারপতি রুথ বেইডার গিন্সবার্গ (৮৭) এর স্থলাভিষিক্ত হবেন। রুথ বেইডার গিন্সবার্গ দেশটির দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর তিনজন বিচারপতিকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের মনোনয়নের পর এই প্রম্তাব পাস হতে সমর্থন প্রয়োজন সিনেটের। সেখানে একশ’ আসনের মধ্যে ক্ষমতাসীন রিপাবলিকাদনের রয়েছে ৫৩ আসন। আর প্রস্তাব পাস হতে প্রয়োজন ৫১ ভোট। তাই অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ অনেকটাই নিশ্চিত।

এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচার বিভাগে ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রিপাবলিকানদের মনোনীত।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর