‘করোনার মারাত্মক ঝুঁকির মুখে মাদ্রিদ’

আপডেট: September 27, 2020 |

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা এমনটাই জানিয়েছেন।

যদিও সংক্রমণ রুখতে মাদ্রিদে কড়াকাড়ি আরোপ করা হয়েছে শুক্রবার। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মনে করছেন করোনা রোখার জন্য এটা যথেষ্ট নয়। তিনি আংশিক হলেও লকডাউন ঘোষণার পক্ষে।

তিনি বলেছেন, ‘দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে মহামারি রোখার এখনই সময়। জনগনের জন্য মারাত্মক ঝুঁকি অপেক্ষা করছে। মাদ্রিদের পার্শ্ববর্তী অঞ্চলের জন্যও। আমাদেরকে সবার আগে জনগনের স্বাস্থ্যের কথা ভাবতে হবে। পুরো শহর জুড়ে আংশিক হলেও লকডাউন ঘোষণা করুন।’

আবারো করোনাভাইরাসে ভরকেন্দ্রে পরিণত হয়েছে স্পেন। শুক্রবার সেখানে একদিনেই আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৭২ জন। তাতে স্পেনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৪৮১ জন। যা পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর