কানাডার গ্রিন পার্টির নেতৃত্বে কৃষ্ণাঙ্গ নারী

আপডেট: October 5, 2020 |

টরন্টোর আইনজীবী এবং মানবাধিকারকর্মী আনামী পল কানাডার গ্রিন পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন। এটি দেশটির ফেডারেল রাজনৈতিক দলের ইতিহাসে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ নারীর শীর্ষ রাজনৈতিক নেতা হওয়ার ঘটনা। শনিবার প্রত্যক্ষ ভোটে এই নেতা নির্বাচন হয়।

এদিকে, এর মাধ্যমে টানা ১৩ বছর পর গ্রিন পার্টির নেতৃত্বে পরিবর্তন আসল। এর আগে গত ১৩ বছর বৃটিশ কলাম্বিয়ার এমপি এলিজাবেথ মে দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন নেতা নির্বাচনে দলের ৩৫ হাজার নিবন্ধিত সদস্যের মধ্যে ২৩ হাজার ৮৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে আনামী পল ১২ হাজার ৯০ ভোট পেয়ে নতুন নেতা নির্বাচিত হন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর