করোনার স্টিমুলাস প্যাকেজ নিয়ে আলোচনা বন্ধ করে দিলেন ট্রাম্প

সময়: 1:58 pm - October 7, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

নতুন ঘোষণা দিয়ে মার্কিন আইনপ্রণেতাদের চমকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সময় ধরে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে করোনার স্টিমুলাস প্যাকেজ নিয়ে আলোচনা চলছিল। দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিজেদের মতপার্থক্য দূর করে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ করেই সে আলোচনা বন্ধ করে দিলেন ট্রাম্প। তিনি নির্বাচনে জিতে এ আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সিরিজ টুইটে ট্রাম্প লিখেছেন, আমি আমার প্রতিনিধিদের নির্দেশনা দিয়েছি ওই বিল নিয়ে আলোচনা বন্ধ করে দিতে। নির্বাচনে জেতার পরপরই আমরা বড় আকারের স্টিমুলাস বিল পাশ করাবো। এতে পরিশ্রমী আমেরিকান এবং ক্ষুদ্র ব্যবসার ওপর গুরত্ব দেওয়া হবে।

কয়েক মাস ধরে ওই বিলটি নিয়ে বিরোধী ডেমোক্রট ও ক্ষমতাসীন রিপাবলিকানরা আলোচনায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে সবাই হতবাক। আগামী ৩ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। না জিতলে নির্বাচনের ফল যে মানবেন না তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন ট্রাম্প। নির্বাচনে তার বিরুদ্ধে লড়ছেন ডেমোক্রেট নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর