আজ সারা দেশে করোনাভাইরাসে ২৩ জনের মৃত্যু

আপডেট: October 10, 2020 |
print news

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট সাড়ে ৫ হাজার মৃত্যু হলো করোনায়। ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২০৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিনের তুলনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।

দেশে করোনায় সংক্রমিত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জনে। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০। নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ মোট ১০ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ। আগের দিনের তুলনায় শনাক্তের হার কমেছে। আগের দিন ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর