চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাহেদ করিম

আপডেট: October 10, 2020 |
print news

ঢাকা থেকে আজ শনিবার বিকেলে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আগামীকাল রোববার তাঁকে চট্টগ্রামের ডবলমুরিং থানায় এক ব্যবসায়ীর করা ৯১ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি রয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, সাহেদকে রোববার আদালতে হাজির করা হবে।
নগরের ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, সাহেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে আদালতে। আদালত রোববার দিন ধার্য রেখেছেন। গ্রেপ্তার দেখানোর পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আবেদন করা হতে পারে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর