সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের আর্মেনিয়ার গোলা হামলা

আপডেট: October 10, 2020 |
print news

সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া।

বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। এ খবর জানিয়েছে আজারবাইজানের আজভিশন ডট আজ সংবাদ মাধ্যম।

খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ১২ টার পর থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। মধ্যাস্থতানুযায়ী যুদ্ধবিরতিতে মানবিক উদ্দেশ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তর রেড ক্রস আন্তর্জাতিক কমিটির নিয়ম পালন করে করার কথা রয়েছে।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এজন্য দুদেশ পরস্পরকে দায়ী করেছে।

আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু ১৯৯০’র দশক থেকে নৃতাত্ত্বিক আর্মেনীয়রা নিয়ন্ত্রণ করছে।

নতুন করে জড়িয়ে পড়া লড়াইয়ে দুই প্রতিবশীর সংঘর্ষে সেনা সদস্যসহ এ পর্যন্ত তিন শতাধিকের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর