শীতে লাদাখে সেনা ঘাঁটি গাড়তে যুক্তরাষ্টের কাছ থেকে পোশাক কিনছে ভারত

আপডেট: October 17, 2020 |
Boishakhinews 203
print news

এখনো কমেনি ভারত-চীন সীমান্ত উত্তেজনা। ভারতীয় সেনাবাহিনী এখনও সজাগ। এরই মধ্যে শীত আসছে। তাই লড়াইটা আরও কঠিন হচ্ছে। সীমান্তে আগামী শীতে আরও সজাগ থাকতে শীতের জামা-কাপড় কেনার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে ভারতী সেনাবাহিনী।

ভারত ও যুক্তরাষ্টের মধ্যে হওয়া LEMOA চুক্তির মাধ্যমেই এই জিনিসপত্র কেনা হচ্ছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে খাবার, মেডিকেল সাপোর্টসহ বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদান হবে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকেও কেনা হচ্ছে বিভিন্ন সেনা সামগ্রী।

শীতের জন্য অনেক জিনিস মজুত করার কাজ শুরু হয়েছে লাদাখে। রয়েছে রেশন, শীতের পোশাক, তাঁবু, জ্বালানি। তবে শীতের পোশাকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
শুক্রবারই কড়া ভাষায় চীনকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কোনও অধিকার চীনের নেই বলে এদিন জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাদাখ, জম্মু কাশ্মীর ও অরুণাচল প্রদেশ একান্তভাবেই ভারতের অংশ। সে বিষয়ে কোনও তৃতীয় ব্যক্তির বক্তব্যকে গুরুত্ব দেবে না ভারত। সূত্র: কলকাতা২৪

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর